Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Adulterated fertilizer seized
Details

অত্র উপজেলায় ভেজাল সন্দেহে প্রেরিত রাসায়নিক সার নমুনাটি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃক্তিকা সম্পদ উন্নয়ণ ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, যশোর  কার্যালয়ে গত ১২/০১/২০২৫খ্রি: তারিখে প্রেরণ করা হয় । উক্ত গবেষণা অফিসের দপ্তর স্মারক নং ১২.০৩.৪০৪২.০৭১.৫৭.২০১.২০.৮২ তারিখ  ২০/০২/২০২৫খ্রি: মোতাবেক সার (ব্যবস্থাপনা) বিধিমালা-২০০৭ এর বিধি-১৭ উপধারা ২(ঘ) অনুযায়ী ভেজাল মনোগোল্ড সার (এসিআই ফার্টিলাইজার B/N: 28C/NOV:2024) চিহ্নিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স ইলিয়াস ট্রেডার্স, ফূলসূতি বাজার, নগরকান্দা, ফরিদপুরকে ২০০০/- টাকা জরিমানা ভেজাল সার জব্দ করা হয়। উক্ত মনোগোল্ড সার অত্র উপজেলায় বিক্রয় নিষিদ্ধ করা হলো। এবং কারো কাছে পাওয়া গেলে/বিক্রয় করলে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা (১৭) মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Attachments
Publish Date
25/03/2025
Archieve Date
01/07/2025