অত্র উপজেলায় ভেজাল সন্দেহে প্রেরিত রাসায়নিক সার নমুনাটি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃক্তিকা সম্পদ উন্নয়ণ ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, যশোর কার্যালয়ে গত ১২/০১/২০২৫খ্রি: তারিখে প্রেরণ করা হয় । উক্ত গবেষণা অফিসের দপ্তর স্মারক নং ১২.০৩.৪০৪২.০৭১.৫৭.২০১.২০.৮২ তারিখ ২০/০২/২০২৫খ্রি: মোতাবেক সার (ব্যবস্থাপনা) বিধিমালা-২০০৭ এর বিধি-১৭ উপধারা ২(ঘ) অনুযায়ী ভেজাল মনোগোল্ড সার (এসিআই ফার্টিলাইজার B/N: 28C/NOV:2024) চিহ্নিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স ইলিয়াস ট্রেডার্স, ফূলসূতি বাজার, নগরকান্দা, ফরিদপুরকে ২০০০/- টাকা জরিমানা ভেজাল সার জব্দ করা হয়। উক্ত মনোগোল্ড সার অত্র উপজেলায় বিক্রয় নিষিদ্ধ করা হলো। এবং কারো কাছে পাওয়া গেলে/বিক্রয় করলে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ধারা (১৭) মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস