গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
নগরকান্দা, ফরিদপুর
www.dae.nagarkanda.faridpur.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার)
সর্বশেষ হালনাগাদ: ০৬-০৬-২০২৪
১। ভিশন ও মিশন
১.১) ভিশনঃ “ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন”
১.২) মিশনঃ ”টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করণের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রীকৃত, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তি জ্ঞানর ও দক্ষতা বৃদ্ধিকরণ”
২) সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্র নং |
সেবার নাম |
প্রয়োজনীয় সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান
|
সেবামূল্য/ফি/ চার্জেস |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
উর্দ্ধতন কর্মকর্তা/ যার কাছে আপিল বা অভিযোগ জানানো / আপীল করা যাবে
|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১ |
কৃষি বিষয়ক পরামর্শ প্রদান |
৭ কর্মদিবস |
|
|
বিনামূল্যে |
সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
২ |
৫০ % উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান |
৪৫ কর্মদিবস |
১) আবেদন ফরম ও পাসপোর্ট সাইজ ০১ কপি ছবি ২) কৃষি কার্ড ৩) উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির অগ্রাধিকার অনুমোদন ৪) প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন ৫) চুক্তিনামা |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় |
উন্নয়ন সহায়তা বাদে যন্ত্রের অবশিষ্ট মূল্য নগদে পরিশোধ |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর। মোবাইলঃ ০১৭০০৭১৫৩১৭ টেলিফোনঃ ০২৪৭৮৮৪৭০৭৯ |
৩ |
প্রশিক্ষণ প্রদান |
১-১২ মাস |
১) জাতীয় পরিচয়পত্র ২) কৃষি কার্ড ৩) প্রকল্প/ডিএই গ্রুপভুক্তি
|
- |
বিনামূল্যে |
সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
৪ |
বালাইনাশকের খুচরা ও পাইকারি বিক্রেতার লাইসেন্স প্রদান/নবায়ন |
১০—১৫ দিন
|
খুচরা লাইসেন্স এর ক্ষেত্রেঃ ১)ফরম-৮ এ দুই কপি আবেদন ২) ট্রেড লাইসেন্স ৩) দোকানের বিবরণ ৪) নাগরিক সনদ ৫) ট্রেজারী চালান ৬) স্ট্যাম্প সাইজ ১ কপি
পাইকারি লাইসেন্স এর ক্ষেত্রে অতিরিক্তঃ ১) কোম্পানি কর্তৃক প্রত্যয়নপত্র ২) কোম্পানির পণ্য তালিকা |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় |
১) বালাইনাশকের খুচরা বিক্রেতার নতুন লাইসেন্স এর ফি ৩০০/= ও নবায়ন ফি-২০০/= + (ভ্যাট) ট্রেজারী চালানের মাধ্যমে (ফি কোড নম্বরঃ ১-৪৩৩১-০০০০-২০৪৩)
২. বালাইনাশকের পাইকারি বিক্রেতার নতুন লাইসেন্স এর ফি ১০০০ টাকা ও নবায়ন ফি-৫০০ টাকা + ভ্যাট (ফি কোড নম্বরঃ ১-৪৩৩১-০০০০-২০৪৩) |
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা
অগ্রায়নঃ অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, ফরিদপুর
|
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
৫ |
খুচরা সার বিক্রেতা নিয়োগ |
১৮-২০ দিন |
১) নির্ধারিত আবেদন ফর্ম ২) ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, স্ট্যাম্প সাইজের রঙিন ছবি ৩) ৩০০/= টাকার ননজুডিশিয়াল স্টাম্পে চুক্তিনামা ৪) দোকানের মালিকানা/ ভাড়ার চুক্তিনামা ৫) ইউনিয়ন কৃষি কমিটির সুপারিশ ৬) উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির অনুমোদন |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় |
খুচরা সার বিক্রেতা নিয়োগ- ত্রিশ (৩০) হাজার টাকা জামানত |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর। মোবাইলঃ ০১৭০০৭১৫৩১৭ টেলিফোনঃ ০২৪৭৮৮৪৭০৭৯ |
৬ |
প্রণোদনা ও কৃষি পুণর্বাসনে সহায়তা |
১-১২ মাস |
১) অগ্রাধিকার তালিকায় নাম অন্তর্ভূক্তি ২) স্ট্যাম্প সাইজের রঙিন ছবি ৩) কৃষি কার্ড
|
|
বিনামূল্যে |
১। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা (SAAO) উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
ঐ |
৭ |
মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা |
১-৬মাস |
১)নির্ধারিত ফর্মে আবেদন ২) ট্রেজারী চালান ৩) ব্যবহৃত বীজের বস্তার ট্যাগ |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় |
২০০/= ট্রেজারী চালানের মাধ্যমে কোড নম্বরঃ ১৪৩-৩৮-০০০০-২০১৭ |
১। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
৮ |
১০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে ও কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান |
৬-৭ দিন |
১)নির্ধারিত ফর্মে আবেদন ২) ব্যাংক কর্তৃক চাহিত প্রয়োজনীয় কাগজপত্র। ৩) কৃষি কার্ড |
সংশ্লিষ্ট ব্যাংক ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় |
বিনামূল্যে |
১। উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ ইমেইলঃ uaonagarkanda@dae.gov.bd ২। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা |
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর। মোবাইলঃ ০১৭০০৭১৫৩১৭ টেলিফোনঃ ০২৪৭৮৮৪৭০৭৯ |
৯ |
কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা (কৃষি বিষয়ক অ্যাপস/ডিজিটাল সেবা) |
তাৎক্ষণিক/ ১-২ দিন |
১। স্মার্ট ফোন |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এবং ইউনিয়ন কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র |
বিনামূল্যে |
১। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা/ ২। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
১০ |
বসতবাড়ীর আঙিনায় সবজি চাষ |
১-১২ মাস |
১) ডিএই গ্রুপভুক্তি ২) কৃষি কার্ড ৩) অনাবাদি/পতিত ১.৫ শতাংশ জমি
|
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এবং ইউনিয়ন কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র |
বিনামূল্যে |
সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা |
ঐ |
১১ |
নার্সারি নিবন্ধন |
৫-৬ দিন; |
১) নির্ধারিত ফর্মে ২ কপি আবেদন ২) ট্রেড লাইসেন্স ৩) নার্সারীর বিবরণ ৪) নাগরিক সনদ ৫) ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
|
ফি-৫০০/= + ৭৫/= (ভ্যাট)/= ট্রেজারী চালানের মাধ্যমে কোড নম্বরঃ ১-৪৩৩১-০০০০-১৮৫৪ |
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা
অগ্রায়নঃ অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), উপপরিচালকের কার্যালয়, খামারবাড়ি, ফরিদপুর
|
ঐ |
১২ |
ইঁদুর নিধন কার্যক্রম ও পুরস্কার প্রদান |
৩০ দিন |
১) ইঁদুরনিধন কর্মসূচি মোতাবেক ২) প্রমানক উপস্থাপন |
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় |
বিনামূল্যে |
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা
|
ঐ |
৩) আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নম্বর |
প্রতিশ্রুত/ কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ |
নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা দান (প্রযোজ্য ক্ষেত্রে) |
২ |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা (প্রযোজ্য ক্ষেত্রে) |
৩ |
স্বাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বে উপস্থিত থাকা |
৪ |
যোগাযোগের পূর্নাংগ ঠিকানা (টেলিফোন/মোবাইল নম্বরসহ) |
৪) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি
ক্রমিক নম্বর |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিস্পত্তির সময়সীমা |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে |
অভিযোগ নিস্পত্তি কর্মকর্তা (অনিক) |
উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইলঃ ০১৭০০৭১৫৭৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৫৮৭৮ |
২৫ কর্মদিবস |
২ |
অভিযোগ নিস্পত্তি কর্মকর্তা নিদির্ষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
আপিল কর্মকর্তা |
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর। মোবাইলঃ ০১৭০০৭১৫৩১৭ টেলিফোনঃ ০২৪৭৮৮৪৭০৭৯ |
৩০ কর্মদিবস |
৩ |
আপিল কর্মকর্তা নিদির্ষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুর। মোবাইলঃ ০১৭০০৭১৫২৩৩ টেলিফোনঃ ০২৪৭৮৮০৪০১৫ ই-মেইলঃ adfaridpur@dae.gov.bd |
৬০ কর্মদিবস |
স্বাক্ষরিত
উপজেলা কৃষি অফিসার
নগরকান্দা, ফরিদপুর